আমরা কোথায় যাব, কি হব তা এখনি ঠিক করতে হবে। লক্ষ্য ছাড়া কোন মানুষ তার গন্তব্যে যেতে পারে না।
পাশাপাশি আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে স্বাধীনতাত্তোর মেধার কোনা মূল্য দেওয়া হয়নি। স্বাধীনতার পর দেশে যেভাবে কারিগরী, গবেষণা কার্যক্রমের বিকাশ হওয়া দরকার ছিল সেইভাবে হয়নি। যদি আমরা সেইভাবে দেশকে গড়তে পারতাম তাহলে চীনের জন্য তাইওয়ান যেমন হুমকি তেমনি বাংলাদেশও অনেক দেশের জন্য হুমকি হতো।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এক অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান যে সংগঠনে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ হয়। ইসলামী ছাত্রশিবির এক আদর্শের সংগঠন। আদর্শের সংগঠন হওয়া সত্ত্বেও বিগত ১৬ বছর ফ্যাসিবাদী সরকার আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের থেকে দূরে রেখে ছিল। কিন্তু বর্তমানে আবারও কিছু দল আমাদের সাথে আদর্শের দিক দিয়ে না পেরে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া শুরু করেছে। যা খুবই নেতিবাচক।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গোয়াইনঘাট উপজেলা শাখা কতৃক আয়োজিত গোয়াইনঘাটের এসএসসি ও দাখিল সমমান পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ছাত্রশিবিরের এ সংবর্ধনা অনুষ্ঠান খুবই ইতিবাচক। এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান।
উপজেলা পরিষদ হল রুমে গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক আহমদ সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান এর পরিচালনায় গোয়াইনঘাটের এসএসসি ও দাখিল সমমান পরিক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্ব ছাত্র শিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান সিকদার, সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আদিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, উপজেলা শিবিরের সাবেক সভাপতি সাংবাদিক আমির উদ্দিন, গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম আজম সেক্রেটারি ফয়েজ আহমেদ ,শিবির নেতা সুফিয়ান আহমদ, রায়হান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে গোয়াইনঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক ছাত্র ছাত্রীদের সম্মাননা তুলে দেওয়া হয়।