গাউসিয়া কমিটি ইউকে শাখার ব্যবস্থাপনায় মাসিক পবিত্র খতমে গেয়ারভী শরীফ এবং আওলাদে রাসুল শাহজাদা সৈয়দ হামিদ শাহ্ ও শাহজাদা সৈয়দ শাহির শাহ্ যুক্তরাজ্যে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান গত ৪ আগস্ট সোমবার রাতে ইস্ট লন্ডন হোয়াইটচ্যাপেল এর একটি হলে অনুষ্ঠিত হয়।
গাউসিয়া কমিটি ইউকে শাখার সহ-সভাপতি আজমল করিম জুয়েল ও সাধারন সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু নছর তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরে মদিনা ফাউন্ডেশন লন্ডনের চেয়ারম্যান মাওলানা শফিকুর রহমান বিপ্লবী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারে সিরিকোট শরীফের শাহজাদা হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ হামিদ শাহ্ মুঃজিঃআঃ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ শাহির শাহ্।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ আমিন এবং নাতে রাসুল পাঠ করেন প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি আহমদ রেজা কাদেরী।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে শাহজাদা সৈয়দ হামিদ শাহ্ গাউসিয়া কমিটি বাংলাদেশের মানবিক কার্যক্রমের প্রশংসা করে এই কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম প্রধান লক্ষ্য সিলসিলার দাওরা বিশেষত ত্বরিকতের নতুন ভাই বোনদের জন্য প্রয়োজনীয় শিক্ষা-প্রশিক্ষণ ও নসীহতের ব্যবস্থা সারা বিশ্বে ছড়িয়ে দেবার জন্য গাউসিয়া কমিটি ইউকের প্রশংসা করে আখেরি মুনাজাত পরিচলনা করেন।
অনুষ্ঠান শেষে তাবারুক বিতরণ করা হয়।
এতে গাউসিয়া কমিটি ইউকে শাখার দায়িত্বশীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ হোসাইন , সৈয়দ রাসেল, মামুনুর রহমান, মুহাম্মদ ইমরান, মুহাম্মদ আকবর আলী, মুহাম্মদ তানভীর, মুহাম্মদ কামাল,বেলাল উদ্দিন, রোবায়েত হাসান, রিদওয়ান হোসাইন, ইমরান চৌধুরী, তায়েফ খাঁন, কাউসার আহমদ, নুরুল আমিন, আবদুস সালাম, হাফেজ বায়েজিদ, মুহাম্মদ ফরহাদ, মুহাম্মদ তানভীর প্রমুখ।