চার বছর মেয়াদি নার্সিং ডিপ্লোমাকে স্নাতক ডিগ্রি মর্যাদা প্রদানের দাবিতে গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত শাহবাগে অবস্থান করেছে বিভিন্ন নার্সিং কলেজের সহস্রাধিক শিক্ষার্থী।
গত ২১ এপ্রিল ২০২৫ থেকে এই এক দফা দাবিতে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছে। সেই কর্মসূচিরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারির শিক্ষার্থীরা বিভিন্ন নার্সিং কলেজ থেকে দলে দলে এসে শাহবাগে অবস্থান নেয়।তারা চার বছর মেয়াদি নার্সিং ডিপ্লোমাকে স্নাতক ডিগ্রি মর্যাদা প্রদানের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ও বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
এশিয়ান নার্সিং কলেজ থেকে আসা শিক্ষার্থী সাইফুল ইসলাম এই প্রতিবেদককে বলেন,আমরা এইচএসসি পাশ করার পর লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাড়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স করি এবং ছয় মাসের ইন্টার্নশিপ করি অথচ আমাদেরকে যে সার্টিফিকেট দেওয়া হয় তা এইচএসসি সমমান।এটা কীভাবে হয় ? দুই বছর পড়ে এইচএসসি পাশ করলাম তারপর চার বছর নার্সিং ডিপ্লোমা পড়লাম কিন্তু আমার সার্টিফিকেট সেই এইচএসসি মানেরই রয়ে গেল! এটা একটা অগ্রহণযোগ্য বৈষম্য;এটা সমাধান করতেই হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরা ইতোমধ্যেই পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মহোদয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে দুই দফা বৈঠক করেছি।তারা আমাদের দাবির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং আশ্বস্ত করেছেন তারা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠাবেন কিন্তু আজোবধি আমাদের দাবি পূরণ করা হয় নাই।তিনি দৃঢ়তার সাথে বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
উল্লেখ্য যে, রাত নয়টার দিকে পুলিশ মৃদু লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিচার্জে ও হুড়োহুড়িতে পাঁচ জন শিক্ষার্থী আহত হয়।