টাঙ্গাইলের সখিপুরে ২৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্হানীয়রা।রোববার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার তক্তারচালা বনানীপাড়া এলাকার মাহফুজ ওরফে মাফিজুরের পোল্ট্রি খামার থেকে তাকে আটক করা হয়।পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়,ওই এলাকার মাফিজুরের পোল্ট্রি খামারের কর্মচারী আয়নাল খান(৩৫) পাশের উপজেলা মির্জাপুরের বংখুরী গ্রামের ইয়াবা ব্যবসায়ী ফারুকের নিকট হইতে বিক্রি ও সেবনের উদ্দেশ্যে ২৩ পিস ইয়াবা ক্রয় করে নিয়ে আসেন।বিষয়টি উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিব আল হাসান জানতে পেরে স্হানীয় লোকজন নিয়ে গিয়ে মাফিজুরের পোল্ট্রি খামার থেকে আয়নাল খানকে ইয়াবাসহ আটক করেন।পরে আটককৃতকে ইয়াবাসহ পুলিশে সোপর্দ করেন স্হানীয়রা।আটক আয়নাল খান উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের আজিজুল খানের ছেলে।আটক আয়নাল খান বলেন,আমাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে।তিনি আরও বলেন,উপজেলার তক্তারচালা বনানীপাড়া এলাকার আব্দুলের ছেলে রুহুল,একই এলাকার শামছুল হকের ছেলে শুকুর এবং উপজেলার ওলিয়ারচালা এলাকার নজরুল ইসলামের ছেলে নাজমুল আমাকে টাকা দিয়ে ইয়াবা কিনতে পাঠিয়ে দেয়।পরে ওই ৩ জনেই আবার আমাকে ধরিয়ে দেয়।আয়নাল খান জানায়,পাশের উপজেলার বংশীনগর গ্রামের ইব্রাহীমের ছেলে ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী যুবরাজ মোটরসাইকেলযোগে বংখুরী গ্রামের ইয়াবা ব্যবসায়ী ফারুকের বাড়িতে নিয়ে গিয়ে যুবরাজ আমাকে ইয়াবা কিনে দেয়।এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কালাম ভুঞা বলেন,২৩ পিস ইয়াবাসহ আটককৃতকে গ্রেফতারের পর মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।