ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুলে প্রশিক্ষন বিমান বিধ্বস্তের দূর্ঘটনায় মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক হতেয়া কেরানীপাড়ার, সখিপুর, টাঙ্গাইল এর দেলোয়ার হোসেন এর একমাত্র মেয়ে মেহেনাজ আক্তার হুমায়রা(০৯) মারা গেছে।

মঙ্গলবার সকাল ৯ টায় হুমায়রার জানাজা সম্পন্ন করে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। এ সময় হুমায়রার  বাবা-মা বারবার অজ্ঞান হয়ে  যাচ্ছিলেন । শিশু হুমায়রার উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৮(সখিপুর-বাসাইল) জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম,,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার মো.সবুর রেজা, হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন বি এনপির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। শিশু হুমায়রার মৃত্যুতে এলাকায় শোকের  মাতম চলছে। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাই চেয়ারম্যান আহমেদ আযম খান, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের বিষয়ে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের  জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন এবং হুমায়রা সহ সকল কোমলমতি শিশুদের নিহতের বিষয়ে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও দগ্ধ অবস্থায় যে সমস্ত শিক্ষার্থী পাঞ্জা লড়ছেন তাদের আশু সুচিকিৎসা ও দ্রুত সুস্থতা  কামনা করেছেন ।