চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উড়ির চর ইউনিয়নে ‘আশ্রয়ণ-২’ প্রকল্পের আওতায় নির্মিত ‘ভাষা শহীদ সালাম’ আশ্রয়ণ প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
সকালে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই আশ্রয়ণ প্রকল্পটি হস্তান্তর করেন লেফটেন্যান্ট কমান্ডার এম তৌহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা। তিনি বলেন “মাননীয় প্রধান উপদেষ্টার বলিষ্ঠ নেতৃত্বে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারাদেশে হাজারো মানুষ ঘর পাচ্ছেন। সন্দ্বীপের এই প্রকল্প তারই একটি সফল দৃষ্টান্ত। এটি শুধু আশ্রয় নয়—স্বপ্ন, নিরাপত্তা ও মর্যাদার প্রতীক।”
তিনি আরও বলেন, “এই ঘরগুলো শুধু গৃহহীনদের থাকার জায়গা নয়, এটি নতুন জীবন শুরু করার এক শক্ত ভিত্তি। পরিবারগুলো যেন পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এখানে বসবাস করে—এটা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।”
প্রকল্পের মূল কাঠামো ৬৮টি পাকা ব্যারাক হাউজ (প্রতিটিতে ৫টি কক্ষ),মোট ৩৪০টি আবাসিক ঘর, ১৩৬টি টয়লেট, ৬৮টি বাথরুম,১৭টি গভীর নলকূপ,প্রতিটি ব্যারাকে বিদ্যুৎ, রান্নাঘর ও নিরাপদ পানির ব্যবস্থা।
এই প্রকল্পে বসবাসকারী পরিবারগুলো জানান, তারা এখন নিরাপদ ও স্থায়ী বাসস্থানের সুযোগ পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তাদের ভাষায়, “এই ঘর আমাদের জীবনে আশার আলো নিয়ে এসেছে।”
প্রকল্পটির নামকরণ করা হয়েছে ভাষা আন্দোলনের শহীদ সালাম–এর নামে। স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনরা একে জাতীয় গৌরব ও আত্মত্যাগের প্রতীক বলে মন্তব্য করেন।
তাদের মতে, “এই আশ্রয়ণ প্রকল্প কেবল মাথা গোঁজার ঠাঁই নয়—এটি আমাদের জাতীয় ইতিহাস, সংগ্রাম ও আত্মমর্যাদার প্রতিফলন।”