জামালপুরের সরিষাবাড়ীতে দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক বজলুর রহমানকে(৩০) আটক করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের রাওদাতুল আত্ফাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আটক শিক্ষক বজলুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ইউনিয়নের বজ্রাগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও রাওদাতুল আত্ফাল মাদরাসার সহকারী শিক্ষক। স্থানীয় জনতাদের মধ্যে রফিকুল বলেন, শিক্ষক বজলুর রহমান দীর্ঘদিন ধরে দুই শিক্ষার্থীকে বলাৎকার করে আসছিলো। শনিবার বিষয়টি জানাজানি হলে, স্থানীয় জনতা মাদ্রাসা ঘেরাও করে পুলিশে খবর দিলে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী শিক্ষার্থীদের মা অভিযোগ করে বলেন, বলাৎকারের শিকার ১০বছরের শিক্ষার্থী গত দুই মাস এবং ৯বছরের আরেক শিক্ষার্থী গত চার মাস ধরে বলাৎকারের শিকার হয়ে আসছিলো। এঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি জানান তারা। এসময় ভুক্তভোগী শিক্ষার্থীদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এবিষয়ে সরিষাবাড়ী ও জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, বলাৎকারের অভিযোগে স্থানীয় জনতা শিক্ষক সহ মাদ্রাসা ঘেরাও করেছে এমন সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত শিক্ষককে থানা হাজতে নিয়ে আসে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।