সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
আজ ২০ মে ২০২৫ খ্রিঃ, সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে অনুষ্ঠিত হলো জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।
উক্ত সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। তিনি অফিসারদের পেশাদারিত্ব, সেবার মান উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরী বিগত মাসের সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করেন এবং চলতি মাসের আবেদনসমূহ উপস্থাপন করেন।
এছাড়াও, ইন্সপেক্টর (সঃ) মোঃ আব্দুল মান্নান ও মোঃ আবুল কাশেম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া আশাশুনি থানার অফিসার ইনচার্জ শমসের আরিফিন সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।