সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. কামরুজ্জামান কামরুল।

মঙ্গলবার (৮ জুলাই) চৌহালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নির্বাচনে ছাতা প্রতীকে সর্বোচ্চ ১৬ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপিরই আরেক সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চেয়ার প্রতীকে পেয়েছেন ৬ ভোট।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা সম্মেলন কক্ষে। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ২৫ জন, তাদের মধ্যে ২৪ জন ভোট প্রদান করেন। একজন ভোটার অনুপস্থিত ছিলেন।

ভোট গণনা শেষে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বেসরকারিভাবে এস. এম. কামরুজ্জামান কামরুলকে বিজয়ী ঘোষণা করেন।

স্থানীয় রাজনৈতিক মহলে কামরুলের এই বিজয়কে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। নির্বাচন শেষে বিজয়ী প্রার্থী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমবায়ের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।