পর্যটন নগরী কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে সাগরে ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়া চবি'র তিন শিক্ষার্থীর মধ্যে আরও ১জনের লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে মোট দুইজনের মরদেহ পাওয়া গেলেও এখনও নিখোঁজ অপর ১জন।
বুধবার (৯জুলাই) সকালে শহরের ১নং ওয়ার্ড সমিতি পাড়া পয়েন্টে দ্বিতীয় লাশটি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।
আজ পাওয়া মরদেহটি আসিফ আহমেদ(২১), পিতা রফিকুল ইসলাম, ঠিকানা বগুড়া এবং বর্তমান ঠিকানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহিদ মো:ফরহাদ হোসেন হল বলে জানা গেছে। উল্লেখ্য ৮জুলাই সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪শিক্ষর্ষের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের তিন ছাত্র কক্সবাজার হিমছড়ি পয়েন্টে সাগরে গোসলে নেমে ভেসে যায়। পরবর্তীতে ১জনের লাশ কাল পাওয়া গেলেও দুইজন নিখোঁজ ছিল। আজ একজনের লাশ পাওয়া গেছে তবে এখনও নিখোঁজ অপরজন।