সোমবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ডিবি-গুলশানের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লক্ষ টাকা বলে জানায় পুলিশ।
ডিবি সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল একটি মাদকচক্র। তাদের অবস্থানের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দু'জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করে আসছিল। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।