এক ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় ভারতের বিনোদন দুনিয়া। দেখা যাচ্ছে, অভিনেত্রী সাক্ষী মালিক এবং অভিনেতা রাঘব জুয়েলের মধ্যে ঝগড়া; যা পৌঁছায় চড়-থাপ্পর হাতাহাতির পর্যায়ে। দেখা যায়, সাক্ষী মালিক রাগে রাঘবের চুল ধরে টানছেন, প্রতিক্রিয়ায় রাঘব তাকে চড় মারছেন! পরে বন্ধুদের হস্তক্ষেপে থামানো হয় সেই মুহূর্ত।

ভিডিওটি ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। কেউ বলছেন, ‘এটা কি সত্যিই ঘটেছে?’, কেউ আবার বিস্ময়ে প্রশ্ন তুলছেন, ‘সাক্ষী এতটা রেগে গেলেন কেন?’ শুরু হয় নানারকম জল্পনা।

কিন্তু ভিডিওটি নিয়ে পরে যা জানা গেল, তা ধারণা থেকে সম্পূর্ণ আলাদা। আসলে এটি ছিল একটি অভিনয়ের মহড়ার অংশ! আর নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন দুজনেই।

রাঘব জুয়েল এবং সাক্ষী মালিক দুজনেই পরিষ্কার জানিয়ে দেন, এটা কোনো বাস্তব ঝগড়া নয়, বরং একটি থিয়েটার প্র্যাকটিস চলছিল। তারা চারজন মিলে একটি দৃশ্যের অনুশীলন করছিলেন মাত্র।

সাক্ষী বলেন, ‘এটা আমাদের অভিনয়ের মহড়া ছিল। কারও সম্মানহানি বা কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। আশা করি সবাই বিষয়টি বুঝবেন।’

রাঘব জুয়েলের কথায়, ‘আমরা প্রতিনিয়ত নিজেদের আরও ভালো অভিনেতা করে তোলার চেষ্টা করি। এই মহড়াও ছিল সেই প্রক্রিয়ারই একটা অংশ।’

উল্লেখ্য, ভারতের কানপুরের মেয়ে সাক্ষী মালিক প্রথমে বিজ্ঞাপন জগতে পা রাখেন। এরপর ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবির জনপ্রিয় গান ‘বাম ডিগি ডিগি’-র মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে ওঠেন। ২০২৩ সালে তিনি অভিনয় করেন ‘ড্রাই ডে’ ছবিতে। বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৭.৪ মিলিয়নেরও বেশি।