নানা অনিয়ম দুর্নীতি এবং জনসাধারণকে হয়রানির অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণ দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের এলাকাবাসী।
বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধানসড়কে ঘণ্টাব্যাপী এমানববন্ধন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক দেলোয়ার আজিম চৌধুরী, সাবেক প্যানেল চেয়ারম্যান কাজী মমতাজ উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ন-সম্পাদক কাজী এমরানুল হক, বাহারছড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি ডা. শাহরিয়ার আব্দুল্লাহ পারভেজ, সহ-সভাপতি রমজান আলী, হেলাল উদ্দিন তালুকদার।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন,আমরা আজ এখানে উপস্থিত হয়েছি আমাদের বাহারছড়া ইউনিয়ন পরিষদের দুর্নীতিবাজ,ভোট চোর,চাঁদাবাজ চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুছকে দ্রুত অপসারণ করানোর দাবি জানাতে।তারা আরো বলেন ইউনুস চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আরো কঠিন আন্দোলন করতে বাধ্য হবে বলে ও জানান বক্তারা।
'তিনি ইউনিয়ন যুবলীগের পদধারী নেতা হওয়ার সুবাদে স্বৈরচারের আমলে ভোট কারচুপির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন। পরিষদের অর্থ আত্মসাৎ, মিথ্যা ব্যক্তির পরিচয় দিয়ে টাকা উত্তোলন, মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে চাল আত্মসাৎ, ভিজিটিং কার্ড আত্মসাৎ, জন্মনিবন্ধন সংশোধন, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, জাতীয় সনদ সহ পরিষদের নাগরিক সেবায় নিয়ম বর্হিভূত অর্থ আদায় ও হয়রানীর অভিযোগ রয়েছে। পরিষদের সদস্যদের না জানিয়ে ছয়শত পরিবারের জনপ্রতি ৫৬ কেজি চাউল বিতরণে অনিয়মের অভিযোগও তুলে ধরেন তারা।
এমনকি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নিয়মিত অফিস না করে উপজেলা প্রশাসনের অফিসে হাজিরা দেওয়া, নিজ নামীয় লিফলেট ছাপিয়ে নিজের মতো করে প্রত্যেক ওয়ার্ড হতে প্রায় ১৬ লক্ষ টাকা ইউনিয়ন ভূমিকর আদায় করে স্বল্প টাকা খরচ দেখিয়ে অবশিষ্ট টাকা আত্মসাৎ, স্বজন প্রীতিসহ নানা অভিযোগ তুলে ধরেন তারা।
মানববন্ধন শেষ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রনেতা,আনিসুজ্জামান আনিছ,এনাম,আক্কাস,বেলাল,আমানসহ বাহারছড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।