সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে বিদ্যুৎ লাইনের খুঁটি ভেতরে রেখেই দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে ।অনুমতি ছাড়াই  নির্মিতব্য এ ঘরের  কাজ শেষ করে এক ব্যবসায়ীকে ঘরটি ভাড়া প্রদান করা হয়েছে। 
 অথচ, এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি বিদ্যুৎ বিভাগ। এমন অভিযোগ পাথারিয়া বাজার এলাকার ব্যবসায়ী ও সচেতন মহলের।
বিদ্যুৎ লাইনের খুঁটি ভিতরে রেখে দোকান ঘর নির্মাণ করায় আতঙ্কে আছেন ওই এলাকার লোকজন। 
এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। 

এদিকে বিষয়টি নিয়ে মাথা ব্যথা নেই দোকান ঘরের   মালিক প্রবাসী শামসুল ইসলাম ওরফে রাজামিয়ার।ঝুঁকির বিষয়টি জেনেও তিনি দেশে থাকা বোন জুলেন বেগম সহ তার আত্মীয়দের সহায়তায় এই 
ঘর নির্মাণ করেছেন বলে পাথারিয়া বাজারের অনেক ব্যবসায়ী জানান। রবিবার বিকেলে সরেজমিনে গেলে এমন  অভিযোগ করেন তারা। 

অনেকেই এটিকে ‘মরণ ফাঁদ’বলছেন। আবার কেউ কেউ বলছেন, এ যেন ভয়াবহ দুর্ঘটনা আর মৃত্যুকে স্বেচ্ছায় ডেকে আনা। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।


ঘরের মালিক শামসুল ইসলাম রাজা মিয়ার  ছোট বোন জুলেন বেগম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি  বলেন, বিদ্যুতের অফিসের সাথে আমরা যোগাযোগ করি নাই। বিদ্যুৎ অফিসের লোকজন এসে দেখে গেছেন।  

পাথারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী বলেন, বাজারে বিদ্যুৎ এর খুঁটি ভিতরে রেখে ঘর নির্মাণ করেছে। কোনো সমস্যা হলে আমাদের মানসম্মান থাকবে না।

বাজারের ব্যবসায়ী আসাদ মিয়া বলেন, বিদ্যুৎ অফিসের অনুমতি ছাড়াই ঘর নির্মাণ করেছে। 
এর বেশি কিছু আমি বলতে রাজি না।

পাথারিয়া বাজারের ইজারাদার  আব্দুল মোমিন  বলেন, প্রবাসী - আমার আত্মীয় হন। তারা বাজারের রাস্তায় ঘর নির্মাণ করেছে। এই রাস্তাটি অনেক আগের। এই ঘরটি  নির্মাণ করতে গিয়ে  বিদ্যুৎ এর একটা খুঁটি ভিতরে রেখে ঘর নির্মাণ করেছে। 
এতে পুরো বাজারটি ঝুঁকির মধ্যে আছে।  যেকোনো সময় দুর্ঘটনা ঘটলে পুরো বাজার ক্ষতিগ্রস্ত হবে।

বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমেদ  বলেন, আমরা বিষয়টি জানিনা।
এ বিষয়ে অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।