অসুস্থ অবস্থায় এক বৃদ্ধ হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন ।

তার পরিচয় এখনো শনাক্ত করা যায় নাই। লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মিলন বাজার এলাকা থেকে অপরিচিত এক বৃদ্ধ ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে ২৪ জুলাই ২০২৫ ইং বৈষম্য বিরোধি ছাত্ররা ঐ অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাতিবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন । তিনি কথা বলতে না পারায় তার পরিচয় এখনো শনাক্ত কর যায়নি। হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার বলেন বৃদ্ধ অবস্থা বর্তমানে ভালো আছে। তবে তাঁর পরিবারের কাছে থাকা খুব প্রয়োজন ।