অফিসিয়াল নাম পরিবর্তন এবং সেমিস্টার ফি কমানোর জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা। সেমিস্টার  ফি ইস্যু ও বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে দফায় দফায় মিটিং ও আলোচনা করে এতে ওনারা আশ্বাস দিলেও পরবর্তীতে ইতিবাচক  কোনো সাড়া পাওয়া যাচ্ছেনা । তাই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী  
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দুইদিন (রবি, সোম) সময় দেওয়া হয়েছে । এরমধ্যে যদি কোনো ক্লিয়ার ডিসিশন জানাতে ব্যর্থ হয় সেক্ষেত্রে সবাই (১৪-১-২৫) মঙ্গলবার ইউজিসি অভিমুখে রওনা হবে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা  এবং সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে  সবাই  যৌক্তিক দাবিদাওয়া নিয়ে "March to UGC" কর্মসূচি বাস্তবায়ন করা হবে।