দীর্ঘ ১৭ বছর পর বন্দী ফাইল খুলেছে। কক্সবাজারের মানুষ পাচ্ছে একটি ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল

দীর্ঘ ১৭ বছর পর বন্দী ফাইল খুলেছে। কক্সবাজারের মানুষ পাচ্ছে একটি ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।  
কক্সবাজার মেডিকেল কলেজ এর ৫০০ বেড়ের ১০তলা হাসপাতাল ভবনের জাতীয় ক্রয়কমিটি (ACCGP) এর মিটিং-এ অনুমোদন হয়েছে। 
কক্সবাজারবাসীর জন্য এক সুখবর—অবশেষে কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার ১০তলা হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্প জাতীয় ক্রয়সংক্রান্ত কমিটির (ACCGP) বৈঠকে অনুমোদিত হয়েছে। অনুমোদনের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত এই প্রকল্প বাস্তবায়নের পথ প্রশস্ত হলো। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শিগগিরই এর কাজ দৃশ্যমান হবে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন এক ফেসবুক পোস্টে বলেন,
"আলহামদুলিল্লাহ! কক্সবাজার মেডিকেল কলেজের ৫০০ শয্যার ১০তলা হাসপাতাল ভবনের জাতীয় ক্রয়কমিটির (ACCGP) মিটিং-এ অনুমোদন হয়েছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই কাজ দৃশ্যমান হবে।"
তিনি আরও জানান,
"কক্সবাজারে স্থানীয় জনগোষ্ঠী, রোহিঙ্গা শরণার্থী, ভিআইপি ও বিপুল সংখ্যক পর্যটকের চাপে এখানে স্বাস্থ্যসেবার অবস্থা অত্যন্ত নাজুক। এই প্রেক্ষাপট তুলে ধরে আমি স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম এবং গণপূর্ত উপদেষ্টা আদিল ভাইয়ের সঙ্গে বহুবার আলোচনা করেছি, যাতে তাঁরা প্রকল্পটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। আজকে যখন প্রকল্প অনুমোদনের খবর এল, সত্যিই অনেক ভালো লাগলো। এতদিন এই অনুমোদনের অভাবে কার্যক্রম বন্ধ ছিল। আজ নতুন আশার সূচনা হলো।"
এ প্রকল্প বাস্তবায়িত হলে কক্সবাজারের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।