বিএনপি'র যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন অবিলম্বে জাতীয় নির্বাচন না দিলে সরকারের ওপর বিএনপি'র সমর্থন আর শর্তহীন থাকবে না।২ মে শুক্রবার ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ১নং তারাকান্দা ইউনিয়ন বিএনপি'র কর্মীসভার বক্তব্যে জনাব প্রিন্স আরো বলেন তারাকান্দায়
বিএনপির সফলতাকে বাঁধাগ্রস্থ করতে অদৃশ্য শক্তিগুলি মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনেক আগেই গণমানুষের দলে পরিণত হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা আগেই বলেছিলেন বিএনপিকে অনেক অদৃশ্য শক্তির মোকাবেলা করতে হবে।আমরা এখন কি দেখছি ? অদৃশ্য শক্তিগুলিই বিএনপির অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করতে শুরু করেছে।বিএনপি আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন গঠিয়েছে।আমি অন্তঃবর্তী সরকারকে বলবো অভিলম্বে নির্বাচন দিন।বিএনপি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে।
২ মে(শুক্রবার)বিকালে তারাকান্দা উপজেলাধীন মধুপুর আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির ইউনিয়ন কর্মীসভায়
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ময়মনসিংহ উত্তর জেলার যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জনাব প্রিন্স আরও বলেন-অন্তঃবর্তী সরকারকে বলবো আগে স্থানীয় নির্বাচন নয় জাতীয় নির্বাচন দিন।
সভাপতির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন-আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আ‘লীগ সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছি।প্রয়োজন হলে আবারও আমরা আন্দোলন সংগ্রামে অংশ নেব।জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনাব তারেক রহমানই দেশের উন্নয়ন করবেন আমরা এটাই চাই।
তারাকান্দায় আয়োজিত ১ নং তারাকান্দা ইউনিয়ন বিএনপির কর্মীসভায় এ সময় আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির তারাকান্দা উপজেলার সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবহান,যুগ্ম-আহবায়ক আব্দুল মালেক আর্মি,আসাদুল হক মন্ডল,স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ছাইদুল ইসলাম মন্ডল,সদস্য সচিব আমির হোসেন স্বপন,শ্রমিক দলের আহবায়ক পাভেল মন্ডল,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকিসহ বিএনপির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে,ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১ নং তারাকান্দা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের মধ্য দিয়ে উপজেলার ১০ ইউনিয়নের কর্মী সম্মেলন শেষ হয়।সর্বপ্রথম বালিখাঁ ই্নিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠানের পর ২ মে(শুক্রবার) তারাকান্দা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বি,এন,পি'র নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে
আপাতত আববায়ক কমিটি গঠন করা হবে পরবর্তীতে ওয়ার্ড কমিটির সদস্যদের ভোটে নির্বাচনের মাধ্যমে ১০ টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমটি করা হবে।