নাটোর ও বগুড়া অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের সেবায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে সেবামূলক সংগঠন ''হাক্কুল ইবাদ ফাউন্ডেশন''।

নাটোর ও বগুড়া অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের সেবায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে সেবামূলক সংগঠন ''হাক্কুল ইবাদ ফাউন্ডেশন''। এবারের শীতে তিনশোরও বেশি অসহায়, গরিব ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটি মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে।
ফাউন্ডেশনটি শুধু শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং সুবিধাবঞ্চিত মানুষদের নগদ অর্থ সহায়তাও প্রদান করছে। গত কুরবানিতে একটি গরু কুরবানি করে পঞ্চাশজন দরিদ্র মানুষের মাঝে গোশত বিতরণ করেছে তারা।
''হাক্কুল ইবাদ ফাউন্ডেশন''-এর প্রতিষ্ঠাতা নুরে আলম, যিনি বর্তমানে আমেরিকা প্রবাসী, জানিয়েছেন –''বান্দার প্রতি বান্দার হক্ক (অসহায় মানুষের প্রতি বিত্তশালীদের দায়িত্ব ও কর্তব্য) আদায়ের লক্ষ্যেই এই সংগঠনটি গঠন করা হয়েছে। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি। ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি করে তাদের স্বাবলম্বী করার পরিকল্পনা রয়েছে।''
ফাউন্ডেশনের প্রধান পরিচালক এম এ মান্নান বলেন, ''জনকল্যাণমুখী কার্যক্রমে অংশ নেওয়া ছিল আমার স্বপ্ন। আলহামদুলিল্লাহ, হাক্কুল ইবাদ ফাউন্ডেশনের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। অসংখ্য মানুষের দোরগোড়ায় সহায়তা পৌঁছাতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।''
''হাক্কুল ইবাদ ফাউন্ডেশন'' সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে, যাতে আরও বেশি মানুষ এই সেবামূলক কার্যক্রমের আওতায় আসতে পারে।