সোমবার দিবাগত রাত ১১ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়াস্থ ২৬ নম্বর রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মো. শফি প্রকাশ ডাকাত শফি (২৮), ২৬ নম্বর রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের দীল মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ সহ ২১ মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারস্থ র্যাব ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, হত্যা অপহরণ, গুম-খুন, ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার এবং শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারে র্যাবের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে র্যাব-১৫ শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফিকে ধরতে দীর্ঘ এক মাস ধরে গোপনে নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের মাধ্যমে পাহাড়ের পাদদেশে ডাকাত শফি ও তার সহযোগীরা অবস্থান করছে জেনে সোমবার রাতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে শফি ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার সহযোগীরা শফি ডাকাতকে ছিনিয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি চালায়, তৎক্ষণাত র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা ৩ রাউন্ড গুলি ছুঁড়ে ।
এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের পর গহীন পাহাড়ি আস্তানা থেকে ডাকাত শফির দেয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়।
শফি ডাকাত’কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।