আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় যশোরের ঝিকরগাছা জামাতে ইসলামীর আয়োজনে শুকরিয়া মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ই মে (রবিবার) ঝিকরগাছা বাসস্ট্যান্ড কপোতাক্ষ সেতু সংলগ্ন থেকে একটি মিছিল ঝিকরগাছা উপজেলা মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল আলিম এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম। 


 আমরা মনে করি দীর্ঘদিন ধরে এই আওয়ামীলীগ দলের শাসনকালে দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দলীয়করণ এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণের মধ্য দিয়ে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে এই স্বৈরাচারী সরকার। পলাতক স্বৈরাচারকে দেশে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে এর আগে দেশে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয় এমন বক্তব্যে প্রধান অতিথি এসব কথা বলেন। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের ৯ মাস পরে কিছুটা হলেও মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান  অধ্যাপক জয়নাল আবেদীন।


সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা জামেয়াতে সেক্রেটারি নজরুল ইসলাম খান।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী সেক্রেটারি মশিউর রহমান, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা ফখরুল ইসলাম, শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, নাভারন ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, উপজেলা কর্ম পরিষদ সদস্য সহ বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারি প্রমূখ।