*"গোসলে নেমে নিখোঁজ, ২ ঘণ্টা পর মিলল স্কুলছাত্রের মরদেহ*
.
জামালপুরের মেলান্দহে নদীতে গোসল করতে নেমে  আজিম মিয়া নামে ১০ বছরের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 
মঙ্গলবার দুপুর ৩টার দিকে হরিপুর-পাথালিয়া এলাকার মাদারদহ নদীতে ২ বন্ধুর সঙ্গে গোসলে নামে আজিম। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বন্ধুদের ডাকাডাকিতে স্থানীয় লোকজন নদীতে নেমে জাল দিয়ে খোঁজাখুঁজি শুরু করে।

দুই ঘণ্টা পর এক ব্যক্তির পায়ে শিশুটির মরদেহ লাগলে তা উদ্ধার করা হয়।

আজিমকে দ্রুত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক  ডা. ফারহানা আক্তার আজিম মিয়াকে মৃত ঘোষণা করেন।

একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর পরিবার। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।