আওয়ামী লীগের বিচার এবং দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার জুমার নামাজের পর জেলা শহর মাইজদীতে এসব কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন উপলক্ষে জুমার নামাজের আগে থেকে এনসিপির নেতা-কর্মী ও সমর্থকেরা জেলা জামে মসজিদ এলাকায় জড়ো হতে থাকেন। বেলা দুইটার দিকে তাঁরা জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জিলা স্কুল ও পৌর বাজার এলাকা অতিক্রম করে জামে মসজিদ মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আওয়ামী লীগের বিচার ও দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশ। আজ বেলা দুইটার দিকে জেলা জামে মসজিদ মোড় এলাকায়
আওয়ামী লীগের বিচার ও দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশ। আজ বেলা দুইটার দিকে জেলা জামে মসজিদ মোড় এলাকায়ছবি: প্রথম আলো।
আওয়ামী লীগের বিচার এবং দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার জুমার নামাজের পর জেলা শহর মাইজদীতে এসব কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন উপলক্ষে জুমার নামাজের আগে থেকে এনসিপির নেতা-কর্মী ও সমর্থকেরা জেলা জামে মসজিদ এলাকায় জড়ো হতে থাকেন। বেলা দুইটার দিকে তাঁরা জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জিলা স্কুল ও পৌর বাজার এলাকা অতিক্রম করে জামে মসজিদ মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন ইমরান, জেলা সংগঠক কাজী মাঈন উদ্দিন ওরফে তানভির। বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলনের সময় সারা দেশে দুই হাজারের বেশি মানুষকে নির্বিচার হত্যা করেছে আওয়ামী লীগ। হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে। এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যাতে কোনো ঝটিকা মিছিল করতে না পারেন, সে বিষয়ে সবাইকে সজাগ রাখতে হবে। যেখানেই আওয়ামী লীগ মিছিল-মিটিং করার চেষ্টা করবে, সেখানেই তাদের এই দেশের ছাত্র-জনতা প্রতিহত করবে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।