সোনারগাঁওয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায়  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা আয়োজনের প্রস্তুতি চলছে। 

১ জুলাই থেকে সারা দেশে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। এর অংশ হিসেবে গতকাল বুধবার গোপালগঞ্জে ‘মার্চ টু গোপালগঞ্জ’ ঘোষণা করেছিল এনসিপি। এই কর্মসূচি ঘিরে গতকাল সকাল ৯টার পর থেকে বিকেল পর্যন্ত চার দফায় হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

তারই  ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার  নারায়ণগঞ্জের চাষাড়ায় পথসভা অনুষ্ঠিত হবে। এরপরই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে । বিকেল চারটায় পথিমধ্যে সোনারগাঁ উপজেলা মোগরাপাড়া চৌরাস্তায় বিকেল সাড়ে পাঁচটায় পথসভা যোগ দিবেন। পথসভা অনুষ্ঠানটি ছয়টার মধ্যে  সমাপ্ত হবে বলে জানান, নারায়ণগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য সমন্বয়ক জাহিদুল হক বাঁধন। 

 তিনি আরো জানান, যেহেতু গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা হয়েছিল তাই সোনারগাঁয়ে সন্তুষ্টমূলক নিরাপত্তার ব্যবস্থা করেই এ পথসভার প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে আশা করি পাঁচ হাজারের বেশি এনসিপির সমর্থন ও জনগণ আগামী কাল পথ সভাকে  মুখরিত করবে।