০৫ আগস্ট ২০২৫ (মঙ্গলবার) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছত্রগাছা দক্ষিণপাড়া  এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পলিথিন গোডাউনে যৌথ অভিষান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন আটক করেছেন।

 

জানাযায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)’ পিএসসিঅধিনায়ক, লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান)-এর দিকনির্দেশনায় কাজি মোঃ মেশকাতুল ইসলামসহকারী কমিশনার (ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিরপুরকুষ্টিয়ামোঃ হাবিবুল বাসারসিনিয়র কেমিস্টপরিবেশ অধিদপ্তরকুষ্টিয়া এবং সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারকুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি ‘র নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ২৫৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ ৯৬ হাজার ৫০০ শত টাকা। এছাড়াও উক্ত অভিযানে ০১ জনকে ৪০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরকুষ্টিয়ায় জমা করা হয়েছে।