জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) মুক্তিযোদ্ধা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শিমুলতলী মোড় হয়ে উপজেলা পরিষদ গেটে গিয়ে শেষ হয়।
গণমিছিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা আমির মো. আব্দুল করিম। সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা শূরা সদস্য ও ঈশ্বরগঞ্জ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক হাসান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বারাকাতুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ তানহার আলী, বায়তুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আলমগীর কবির, প্রচার ও মিডিয়া সেক্রেটারি এইচ এম মাজহারুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে বলেন, ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হয়।