আজমিরীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মিয়া (৪০) সহ আরও ৩ জন আহত হয়েছে। ২৪তারিখ মঙ্গলবার সকাল ১১ টায় আজমিরীগঞ্জ - শিবপাশা সড়কে এ দুর্ঘটনা ঘটে। সে ১ নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট ভাটিপাড়া গ্রামের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মৃত আতর আলী মিয়ার পুত্র।
গুরুতর আহত অবস্থায় সাবেক উ,জে চেয়ারম্যান মো.আলাউদ্দিন'কে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করেন। এদিকে
মোটরসাইকেল দূর্ঘটনায় অন্য আহতরা হলেন, ফরিদ মিয়া (৩০),খলিল মিয়া (৬০) এবং জহুর হোসেন (৬৫)। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১ নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন বিরাট গ্রামের অদূরের হাওরে নিজ মালিকাধীন গরু, মহিষ দেখার জন্য ভাটিপাড়ার বাসিন্দা ও সাবেক উ,জে, চেয়ারম্যান মরহুম আতর আলী মিয়ার পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান মো, আলাউদ্দিন মিয়া মোটর সাইকেলে চড়ে গ্রামের রাস্তা পার হয়ে আজমিরীগঞ্জ - শিবপাশা সড়কে পৌছামাত্রই বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সহিত মুখোমুখি সজোরে ধাক্কা লাগে। এ সময় উভয় মোটরসাইকেলের ৪ জন আরোহী গুরুতর আহত হয়। সাবেক উ,জে চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মিয়াকে গুরুতর আহত অবস্থায় বিকাল সাড়ে ৩ টায় একটি হেলিকপ্টার যোগে রাজধানী ঢাকা'র একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, মাথা, মুখ ও বুক সহ বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। পরিক্ষা নিরীক্ষা ছাড়া কোন কিছু বলা যাচ্ছে না।
থানার অফিসার ইনচার্জ মো, শফিকুল ইসলাম জানান, দু'টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবেক উপজেলা চেয়ারম্যান আহত হলে, তাকে এয়ার এম্বুলেন্সে ঢাকার একটি হাসপাতালে প্রেরন করা হয়েছে।