আজমিরীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ। জানা যায় আজমিরীগঞ্জ থানার  ওসি শফিকুল ইসলাম এর দিকনির্দেশনায় এস আই জিয়াউল করিমের নেতৃত্বে এস আই আতাউল গনি মজুমদার, এস আই শুভ দাস, এস আই ফারুক আহম্মেদ, এ এস আই ঈরেশ চন্দ্র, এ এস আই উজ্জ্বল মিয়া যৌথ অভিযানে  একদল পুলিশ  ১৯ ই মে রাত আনুমানিক  তিন ঘটিকায়  উপজেলার নয়ানগর বড়হাটি  মিন্টু মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করে আজমিরীগঞ্জ থানা পুলিশ। সে জি আর মামলায় আসামি। তাকে দঃবিঃ৩২৩ ধারায় ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে । এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল  ইসলাম সঙ্গে আলোচনা করলে তিনি জানান আমাদের এই অভিযান সবসময় অব্যহত থাকবে।