আজ ৫ আগস্ট ঠিক এক বছর আগে ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন হয় ১৬ বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থার। সরকার প্রধানসহ, সংসদ সদস্য, স্পিকার, প্রধান বিচারপতি, রাষ্ট্রের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা সে দিন পালিয়ে যায়।

সকাল থেকেই থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছিলো রাজধানীর শান্তিনগর মোড় ও আশপাশের এলাকা। রাজারবাগ পুলিশ লাইন ১ নং গেইট থেকে শান্তিনগর মোড় পর্যন্ত পুরো রাস্তা পুলিশ টহল দিচ্ছে ও মাঝে মধ্যে ফাঁকা গুলি করছে । মার্চ টু ঢাকা বাস্তবায়নের জন্য দুপুর ১১ টার পর থেকে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে , পুলিশের উপস্থিতি কমতে থাকে। এরই মধ্যে গণমাধ্যমে খবর আসে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে । পতন হয়েছে ১৬ বছরের স্বৈরাচারী সরকার ব্যবস্থার, আর জয়ী হয়েছে সাধারণ ছাত্র ও মুক্তিকামী মানুষের। কিন্তু পরিস্কার কোনো ঘোষণা নেই, পরে সেনাপ্রধানের ঘোষনার মাধ্যমে দেশবাসী সেটা স্পষ্ট জানতে পারে। বিজয় উল্লাসে নামে পুরো জাতি, ঐতিহাসিক এ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম যা কোনদিন ভুলার নয় ।