আজ ১০ই মহররম — পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে এ দিনটি চিরকাল গভীর শোক ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবে।
৬১ হিজরিতে এই দিনে কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র, সত্য ও ন্যায়ের আলোকবর্তিকা ইমাম হোসাইন (রা:) শাহাদাতবরণ করেন।
তাঁর সঙ্গে শহীদ হন পরিবারের সদস্যবৃন্দ এবং ইতিহাসের সবচেয়ে নিষ্পাপ শহীদ শিশু হজরত আলী আসগর (রা:)
এ দিনটি মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের পথে দৃঢ় থাকার অনুপ্রেরণা
বিশ্বজুড়ে পালিত হচ্ছে শোকানুষ্ঠান, মজলিস, জারি, নোহা, কোরআন খতম ও দোয়ার আয়োজন।
বাংলাদেশেও রাজধানী ঢাকা থেকে শুরু করে কুলাউড়ার ঐতিহাসিক পৃথিমপাশা নবাববাড়ি সহ নানা স্থানে পালিত হচ্ছে আশুরার ধর্মীয় আনুষ্ঠানিকতা।
শিয়া সম্প্রদায় আয়োজন করেছে তাজিয়া মিছিল ও শোক মিছিল অন্যদিকে সুন্নি মুসলমানরা পালন করছেন নফল রোজা, ইবাদত ও দান।
ধর্মপ্রাণ মুসল্লিরা আবেগভরে বলেন—
কারবালার শিক্ষা আজও আমাদের চোখে জল এনে দেয়। সত্যের পথে মৃত্যুই শ্রেয়, অন্যায়ের কাছে মাথানত নয়।
রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নিরাপত্তা ও ধর্মীয় পরিবেশ নিশ্চিতের উদ্যোগ।