মঙ্গলবার(১৫ জুলাই)সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নওগাঁ জেলা শাখার সদস্য সচিব এটিএম ফিরোজ দুলুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, জাতীয়তাবাদী কৃষক দলের আত্রাই উপজেলা শাখার সদস্য মো.আলাউদ্দিনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচারণের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে দপ্তরের দায়িত্বে নিয়োজিত জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু বলেন, তার ব্যাপারে জেলা কমিটির কাছে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রদান করেছে জেলা কমিটি।