গত ১৫ জানুয়ারি ২৫ সালের নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ ও নির্মিত পাঠ্যপুস্তকে জুলাই-অভ্যুত্থানে আঁকা গ্রাফিতি প্রচ্ছদ পুনর্বহালের দাবিতে “বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা” এনসিটিভি ঘেরাও মিছিল করে।“বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা”র শান্তিপূর্ণ মিছিলে “স্টুডেন্ট ফর সভারেন্টি” নামক উগ্র-সাম্প্রদায়িক-মৌলবাদী ও সন্ত্রাসী সংগঠন আদিবাসীদের ওপর নৃশংস হামলা চালায়। আদিবাসীদের ওপর সন্ত্রাসী সংগঠন “স্টুডেন্ট ফর সভারেন্টি”র হামলাকারী ও মদতদাতাদের বিচার এবং শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো ৫:৩০ এর সময় “সংক্ষুব্ধ ছাত্র জনতা”র ব্যানারে মশাল মিছিলে প্রতিবাদ জানিয়েছে।