এক দফা আন্দোলনের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও এনসিপি সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “শুধু পুরোনো ফ্যাসিবাদ হটালেই চলবে না—আরেকটি ফ্যাসিবাদ আসছে দেখে ঘরে ফিরতে পারিনি।”
তিনি জানান, তরুণ নেতৃত্বের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের পেছনে মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদ সমূলে উৎখাত ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নামে ২৪ দফা ঘোষণা করেন তিনি, যেখানে সংবিধান সংস্কার, গণতন্ত্র পুনর্গঠন, দুর্নীতি দমন, নারীর নিরাপত্তা, তারুণ্য, জলবায়ু, কৃষি, প্রযুক্তি ও সুশাসনের জন্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে। নাহিদের ভাষায়, এটি দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠার রূপরেখা—দেশকে বদলাতে হলে এই দায়ভার সবাইকে নিতে হবে।