বাংলাদেশ জামায়াতে ইসলামী ও যুব ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া সদরের নূনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে বগুড়া শহর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস সালাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি আ স ম অধ্যাপক আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আসগর আলী,সহ-সভাপতি রবিউল ইসলাম (রাজ), শহর শাখার অফিস সেক্রেটারি আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি এনামুল হক রানা,
নিশিন্দারা ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক আব্দুল হালিম, সেক্রেটারি লুৎফর রহমান, নুনগোলা ইউনিয়ন জামায়াতের সভাপতি আমজাদ হোসেন, সেক্রেটারি শরিফুল ইসলাম, নামুজা ইউনিয়ন আমির এনামুল কাদির আমজাদ, জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম ভান্ডারী, আরিফুল ইসলাম,আপেল মাহমুদ সহ শতশত ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন।
নুনগোলা ভেন্যুর দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন বগুড়া পৌরসভার ১৭ ওয়ার্ড গোল শূন্য ড্র হওয়ায় সরাসরি টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়, টাইব্রেকারে ৪ - ২ গোলে পৌরসভা ১৭ নং ওয়ার্ড কে হারিয়ে নুনগোলা ইউনিয়ন ফাইনালের টিকিট নিশ্চিত করেন, ম্যাচ রেফারি জিবরীল বাবু সহকারী ম্যাচ রেফারি আব্দুল মান্নান এবং শফি মামুন কবিরাজ, ক্রীড়া ভাষ্যকার মাসুদ রানা,
বিঃদ্রঃ আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে কর্তৃপক্ষ