দেশের সর্ববৃহৎ এবং দক্ষিণাঞ্চলের সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীরা সবসময়ই ক্ষোভের প্রকাশ করেন। হলের ক্যান্টিনে মানসম্মত খাবার নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করছেন প্রতিনিয়ত।নতুন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য এবং প্রশাসন প্রতিনিয়ত ক্যাম্পাসের অনিয়মগুলোকে রুখে দিয়ে সুন্দর ও নিয়মতান্ত্রিক ক্যাম্পাস গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।এমনি একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ৭ই ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. ইয়াহহিয়া আখতার এবং প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার প্রীতিলতা হলের ক্যান্টিন পরিদর্শনে যান এবং উত্থাপিত অভিযোগের সাথে মিল খুঁজে পান।এসময় মাননীয় উপাচার্য ড. ইয়াহহিয়া আখতার ক্যান্টিনের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তির উদ্দেশ্যে বলেন, "আমাদের সন্তানেরা পশু নয়, আপনি যেভাবে আমার সন্তানদের সাথে আচরণ করছেন এমনটা কোনো পশুর সাথেও কেউ করে না।উল্লেখ্য, ক্যান্টিন ব্যবস্থাপনায় অনিয়মের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে আগামীকালের মধ্যে লিখিত মাধ্যমে তার ক্যান্টিন ব্যবস্থাপনায় অব্যাহতি দেয়ার কথা বলা হয়েছে।