খুলনার ডুমুরিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন খুলনা ২ আসনের সাবেক এমপি ও সাবেক বিসিবি সভাপতি আলী আজগর লবি। গতকাল শনিবার (৫ জুলাই) সকাল ১১ টায় ডুমুরিয়া শহীদ জুবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। তিনি বলেন,আমি এই ডুমুরিয়ার সন্তান। আমি খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলাম। এসময় তিনি বলেন, এবার দলের হাই কমান্ড থেকে আমাকে খুলনা ৫ আসনে পাঠিয়েছেন এবং কাজ করতে বলেছেন। আমি দলের বাহিরের কেউ নই। আমি নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আমি নির্বাচিত হতে পারলে প্রথমেই ডুমুরিয়ার
জলাবদ্ধতা নিরসনে বৃহত্তর বিল ডাকাতিয়ায় কাজ করবো। আপনারা আমার পাশে থেকে সহযোগিতা করবেন। এর আগে আমি ডুমুরিয়ায় কাজ করার সুযোগ পাইনি তবে এখন থেকে ডুমুরিয়ার-ফুলতলার জনগণের দোরগোড়ায় যেয়ে কাজ করবেন বলে তিনি জানান। এসম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়ায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ও বিএনপি নেতা সরোয়ার হোসেন,আফজাল হোসেন খান, ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিএম মনিরুজ্জামান সোহাগসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ।