বুধবার (১২ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশি ও বিদেশি গণমাধ্যমকর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন।
সকালে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার তিনটি আয়নাঘর পরিদর্শন করেন তিনি। আয়নাঘর পরিদর্শন কালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আসিফ নজরুল, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সৈয়দা রেজওয়ানা সহ ভুক্তভোগী কয়েকজন।
পরিদর্শনকালে ভুক্তভোগীদের থেকে তাদের উপর আয়নাঘরের অত্যাচার-নির্যাতন সম্পর্কে ঘটনা শুনেন। তারা বলেন আনাদের এখানে রাখা হয়েছিলো ছোট ছোট ঘর ছিলো চোখ বেধে রাখা হতো, এখানে আরো অনেক লোকজন ছিলো বন্দী। আমরা একে অপরের সাথে কথা বলতাম ইশারায়, মাঝে মাঝে দেয়ালে কলমের মতো আঙ্গুল ঘুরিয়ে লিখে বোঝানোর চেষ্টা করতাম একজন আরেকজনকে।
আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই অমানবিক নিষ্ঠুর নির্যাতনের কোন ব্যাখ্যা নেই। বিগত সরকার আয়েমে জাহেলিয়াত প্রতিষ্ঠিত করে গিয়েছে তার উদাহরণ এর চেয়ে ভালো হতে পারে না। শুধু এটা না প্রতিটি সেক্টরেই একই চিত্র। তিনি ব্যাক্তিগত ভাবে গুম কমিশনকে তাদের কাজের জন্য ধন্যবাদ জানিয়েছে। তিনি বলেন যারা এই নির্মম কাজ করেছেন তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। যদি তাদের অপকর্মের শাস্তি আমরা দিতে না পারি তাহলে আমরা মুক্তি পাবো না। তিনি আরও বলেন এই অত্যাচারের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হওয়া উচিত এবং সুষ্ঠ বিচার হওয়া উচিত।