ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক ঝগড়ার জেরে সাবিনা ইয়াসমিন নামের এক নারী তার স্বামী ওবায়দুর রহমান মুন্সিকে (৫৭) পাটার পাথরের পুতো দিয়ে আঘাত করে হত্যা করেছেন।
বুধবার (১৬ এপ্রিল) গভীর রাতে আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রহমান স্থানীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওবায়দুরের সঙ্গে তার স্ত্রী ও ছেলের পরিবারের ঝামেলা চলছিল। ঘটনার রাতে সাবিনা তাকে মাথায় আঘাত করলে তিনি মেঝেতে পড়ে যান। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পরে তার ভাই সিরাজ মুন্সি ৯৯৯-এ ফোন করেন। পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই সিরাজ বলেন, ‘ভাবি ও তার সন্তানরা প্রায়ই ভাইকে নির্যাতন করত। এটা পরিকল্পিত খুন।’
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে স্ত্রী সাবিনা ইয়াসমিন হত্যার দায় স্বীকার করেছেন। তাকে ও পুত্রবধূকে আটক করা হয়েছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।