ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন ৩০শে জুলাই আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের শিকারপুর, টিটা-পানাইল গ্রামের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন আলফাডাঙ্গা, উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবালও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রায়হানুর রহমান,
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড উপবিভাগীয়  প্রকৌশলী 
সন্তোষ কর্মকার,  উপজেলা প্রকৌশলী,মোঃ রাহাত ইসলাম।
এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দেওয়ায় এলাকাবাসী ও প্রশাসন  নদীভাঙন রোধে উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জরুরি কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য উপস্থিত উপ-বিভাগীয় প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত পদক্ষেপ গ্রহণের জোড় দাবী  জানিয়েছে।