সাতক্ষীরা জেলা আশাশুনিতে জিও-এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় ভ্যাটেরিনারী সার্জন ডা: তৌহিদুজ্জামান, বন কর্মকর্তা রেজাউল ইসলাম, এনজিও উন্নয়ন প্রচেষ্টা, উন্নয়ন, সাস, গ্রামীণ ব্যাংক, উত্তরন, গণমুখী ফাউন্ডেশন, আইডিয়াল, এসডিএফ, লিডার্স, আশা, সোপান প্রতিনিধিবৃন্দ আলোচনা রাখেন। এনজিও সাজেদা ফাউন্ডেশন এর শাখা ব্যবস্থাপক সাব্বির আহমেদ প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় স্বর্ণালী জন উন্নয়ন ফাউন্ডেশন উপজেলায় কার্যক্রম পরিচালনার জন্য ইউএনও মহোদয়ের অনুমতি না পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।