জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ-কে মারধর
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসে গাড়ি থেকে নামার সময় স্নাতক (পাস) ২০২২ এর পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে তাকে ঘিরে ধরেন। এ সময় উপাচার্যের ওপর হামলা করা হয়। এতে তিনি কিছুটা আহত হন।
বুধবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গেটে এ ঘটনা ঘটে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য হলো যেকোনো অবস্থাতেই কোনো ব্যাচের শিক্ষার্থীদেরকে কোনো প্রকার অটোপাস জাতীয় বিশ্ববিদ্যালয় দেবে না। আজকের এই ন্যাক্কারজনক হামলার ব্যাপারে হামলাকারীদের চিহ্নিত করে স্থানীয় থানায় মামলা দায়েরের উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।