সাতক্ষীরার আশাশুনি সদরে বিদ্যুৎ স্পৃষ্টে শাহিনুর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২০মে) দুপুরে সদর ইউনিয়নের সোদকনা গ্রামে এ ঘটনা ঘটে। 
প্রাপ্ত তথ্যে জানা গেছে,সোদকনা গ্রামের জামাল উদ্দীন সরদারের ছেলে শাহিনুর (৩১) মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাড়ির পাশে সোদকনা বিলে মৎস্য ঘেরের মটরে বিদ্যুতের তার লাগাচ্ছিল। এসময় কেউ তার সাথে ছিলনা। সবার অজান্তে বিদ্যুতায়িত হলে তিনি ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলায়হি রাজেউন)। দুপুর আড়াইটার দিকে তাকে খোজ করার এক পর্যায়ে ঘেরের বাসার কাছে পুকুরে তার মৃতদেহ দেখতে পায়। মৃতকালে তিনি মা-বাবা,স্ত্রী,এক ছেলে,দুই ভাই,চার বোন রেখে যান। থানার এসআই ফিরোজ হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেন