ঢাকার আশুলিয়ার আলোচিত যুব লীগ নেত্রী শাহনাজ পারভিন শোভা কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫মে) বিকেলে  উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় যুব লীগ শোভা কে।গ্রেপ্তারকৃত শাহনাজ পারভীন শোভা আশুলিয়া থানা যুবলীগের নেত্রী বলে জানা যায়।

এ ঘটনায় পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য অনুযায়ী আমরা সোমবার (৫মে) বিকেলে ঢাকার উত্তরা মেট্রোরেল স্টেশনে অভিযান পরিচালনা করি। অভিযানের এক পযার্য়ে যুব লীগ নেত্রী শাহনাজ পারভিন শোভা কে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে বেস কয়েকটি  ছাত্র -জনতা হত্যা মামলা রয়েছে।

আরো যানা যায় ৫ই আগষ্ট  ছাত্র - জনতার আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই যুব লীগ নেত্রী শোভা আত্মগোপনে চলে গিয়েছিলেন।  কিন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বেস সক্রিয়তা দেখা গিয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ -পরিদর্শক  মাসুদ আল মামুন বলেন সোমবার (৫মে) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি ছাত্র - জনতার হত্যা মামলার আসামি যুব লীগ নেত্রী শাহনাজ পারভিন শোভা উত্তরায় অবস্থান করছে।
পরে অভিযান পরিচালনা করে তাকে আমরা উত্তর মোট্রোলের স্টেশন থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি আরো জানান যুবলীগ নেত্রী শাহনাজ পারভিন শোভার নামে বেস কয়েকটি ছাত্র -জনতা হত্যা মামলা রয়েছে।