৫ই আগষ্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষ্যে আশুলিয়ায় আনন্দ রেলি করেছে বিএনপির নেতাকর্মীরা।


 দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের নয়ারহাট বাসস্ট্যান্ড থেকে বিজয় রেলিটি নবীনগর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। বিজয় মিছিলটির নেতৃত্ব দেন ঢাকা ১৯ আসনের সাবেক এমপি ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু। বিশাল মিছিল নিয়ে পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সোবহান মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন। 
এসময় আরও উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সোবহান, সাধারণ সম্পাদক আমিনুর রহমান,পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির,আশুলিয়া থানা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রানা ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আবদুস সোবহান বলেন, দীর্ঘ ১৭ বছর জেল জুলুম, হামলা, মামলা এবং নির্যাতনের শিকার হয়েছি। ১৭ বছর একটি রাতেও নিজ বাড়ীতে ঘুমাইতে পারি নাই। ফেরারী আসামির মতো বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমার বাবার জানাজায় আসতে পারিনি। সেই দু:সহ স্মৃতিগুলো আজও ভুলতে পারি না। ঈদের দিন মরিচ বাটা দিয়ে ভাত খেয়েছি। আওয়ামী স্বেরাচারী সরকারের নির্যাতনের কথা মনে পড়লে আজও গাঁ শিউরে উঠে। স্বাধীন বাংলা জমিনে হাসিনার স্হান নাই। বাংলার ছাত্রজনতা হাসিনাকে চিরতরে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে।