আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনালের অন্তর্ভুক্ত লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্যতম সংগঠন লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (০২ আগস্ট) চিটাগং লায়ন্স ফাউন্ডেশন কমপ্লেক্সেের হালিমা-রোকেয়া মেমোরিয়াল হলে  আয়োজিত উক্ত কর্মসূচির প্রথম পর্বে ২০২৪-২০২৫ সেবাবর্ষের  সভাপতি লিও শামীম খান লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ, পাস্ট প্রেসিডেন্ট ও লিওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেন এবং গং-গ্যাবল হস্তান্তরের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন। পরে অনুষ্ঠানের ২য় পর্বে ২০২৫-২০২৬ সেবাবর্ষের সভাপতি লিও ওমর হায়দারের সভাপতিত্বে ও ক্লাব সচিব লিও আমির হামজার সঞ্চালনায় নতুন সেবাবর্ষের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সম্মানিত উপদেষ্টা লায়ন নুরুল আরশাদ চৌধুরী, লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির অতীত সভাপতি লায়ন মোঃ আব্দুল মতিন, বর্তমান সভাপতি লায়ন শাহতাব উদ্দিন আহমেদ, সহ সভাপতি লায়ন জাহেদুল আলম, সচিব লায়ন আবু রায়হান, কোষাধ্যক্ষ লায়ন মুরাদুল হক, মার্কেটিং এন্ড কমিউনিকেশন চেয়ারপার্সন লায়ন আর্সেল আজিম মোহন, লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রাক্তন সভাপতিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ উল্লাহ্, লায়ন ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া, লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সচিব লিও রাফিদ মোঃ আহনাফ, কোষাধ্যক্ষ লিও হোসেন মোঃ ইমরান নিক্সন, জিএমটি জেলা কো-অর্ডিনেটর লিও আরাফাতুল হাসান, জিইটি জেলা কো-অর্ডিনেটর লিও ওয়াহিদুল আলম রকি, আরডি (হেডকোয়ার্টারস-১) লিও সৌমেন কান্তি বড়ুয়া, রিজিয়ন ডিরেক্টর লিও অ্যাড. জয়নুল আবেদীন, প্রাক্তন সভাপতি সিরাজুল ইসলাম রিপন, সহ সভাপতি লিও মিনহাজ মাহমুদ, লিও মোঃ আল ফয়সাল, যুগ্ম সচিব লিও ফয়েজুল ইসলাম, লিও রিয়া মনি দাস, কোষাধ্যক্ষ লিও প্রান্তিকা দাস গুপ্তা, যুগ্ম কোষাধ্যক্ষ লিও আশফারিয়া বক্কর, লিও নাজমুল হুদা, সিস্টার কো-অর্ডিনেটর লিও মমি ভট্টাচার্য্য সহ অন্যান্য লিও নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে লিও ক্লাব উপদেষ্টা লায়ন নুরুল আরশাদ চৌধুরী বলেন, “নতুন নেতৃত্ব মানে তারুণ্যের শক্তিকে পুনরুজ্জীবিত করা, নতুনত্বের জয়গান অধিকতর ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ডায়নামিক চিন্তা নিজের পরিশ্রম ও মেধাকে ধারালো করে।”

লায়ন জাহেদুল আলম বলেন, “লিওইজমের মাধ্যমে নেতৃ্ত্বের বিকাশ সাধিত হয়, ধৈর্য ও পরিশ্রম মানুষকে মেধাবী করে তোলে, একজন মানুষ ভালো এবং কোয়ালিটিপূর্ণ সংগঠনের সংস্পর্শে এলে সংগঠনের পাশাপাশি নিজেকেও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে।”

পরবর্তীতে সভাপতি লিও ওমর হায়দার আগামী এক বছরের কর্ম পরিকল্পনার কিছু প্রস্তাবের আহ্বান করেন। সকলের সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।