ফিলিস্তিনের গাজা উপত্যকায় নারী ও শিশুসহ সকল জনগণের উপর দখলদার, ইসরাইলি বাহিনী কর্তৃক নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী অগ্রাসনের প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানিয়ে ঝিকরগাছা প্রেসক্লাবের আয়োজনে বিভিন্ন সংগঠনের ব্যানারে র‌্যালি, আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


০৯এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে যশোর বেনাপোল মহাসড়কে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।


ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের তত্ত্বাবধানে মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, সাবেক ঝিকরগাছা উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক আশরাফুজ্জামান খান রনি, বিসিডিএস সভাপতি আবু মুসা মিন্টু, মানব কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আবেদুর রহমান,মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন,  সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা শাহাজাহান আলী, সম্মিলনী মহিলা কলেজের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, পৌর বিএনপি নেতা সাজ্জাদুল আলম লিটন, উপজেলা যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, কাজী সমিতির সভাপতি অধ্যাপক কে এম ইদ্রিস, বায়োফরমামা ওষুধ কোম্পানির প্রতিনিধি সাব্বির আহমেদ , কাজী সমিতির সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন সংগঠনের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঝিকরগাছা পৌর যুবদল , পৌর স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, মাধ্যমিক শিক্ষক সমিতি, সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ, নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশন,ঝিকরগাছা বাজার ব্যবসায়ী সমিতি, মৎস্য ব্যবসায়ী মালিক সমিতি, মানবকল্যাণ ফাউন্ডেশন, সেবা সংগঠন , ঝিকরগাছা কাজী সমিতি,প্লাম্বিং শ্রমিক ইউনিয়ন,বিসিডিএস ঝিকরগাছা, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টি,লাউজানী ক্যাবল মিডিয়া,আশার আলো সংসদ, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, হোটেল ব্যবসায়ী সমিতি, কসমেটিকস দোকান ব্যবসায়ী সমিতিরসহ বিভিন্ন রাজনৈতিক,স্বেচ্ছাসেবী ও ব্যবসায়ীক সংগঠনের উদ্যোগে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


ঝিকরগাছা ইমাম পরিষদের উদ্যোগে বিকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।