ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা অভিযানে ২২০৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই ২০২৫) রাত আনুমানিক ১০টা ৩০মিনিটে ঈশ্বরগঞ্জ থানার কুমরাশাসন এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনি। অভিযানে বাস তল্লাশি করে মোঃ সজীব আহম্মেদ (৩৪), আটক করা হয়। তার কাছ থেকে মোট ২২০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরবর্তীতে উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান ঈশ্বরগঞ্জ থানায় অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত একটি মাদক মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।