পরিবেশ রক্ষার পাশাপাশি শহীদদের স্মৃতি অম্লান রাখতে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিনের উদ্যোগে এ মহতী আয়োজনটি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য শাহিন। উদ্বোধনের পর তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে প্রায় ৬ শতাধিক ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, উপজেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাবেক সংসদ সদস্য শাহিন বলেন, “জুলাইয়ের শহীদরা স্বপ্ন দেখেছিলেন একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের। তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা তাঁদের স্মৃতিকে অমর করে রাখার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে চাই।”
কর্মসূচির বিশেষ অংশ হিসেবে তিনি কলেজ প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পাঁচজনের স্মরণে পাঁচটি কাঠ বাদামের চারা রোপণ করেন। এ প্রতীকী বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে বলেও তিনি উল্লেখ করেন।
আয়োজকরা জানান, শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন কর্মসূচি নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, ঈশ্বরগঞ্জের সবুজায়ন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ নতুন মাত্রা যোগ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।