পাবনার ঈশ্বরদীতে ফতেমোহাম্মদপুর নিউকলনী যুবসমাজের উদ্যোগে হযরত খাঁজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন হাসান আজমেরী সানজেরি চিশতি (রাঃ) এর ২৬ তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানয়ারী (বৃহস্পতিবার) রাতের ৯ ঘটিকায় ওরশ মোবারকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মেহেদী হাসান, সদস্য সচীব বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল ঈশ্বরদী উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইনাম হোসেন, পৌর ৪ নং ওয়ার্ড যুবদল সভাপতি আব্দুর রউফ আব্দুল, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য ডাবলু মন্ডল সহ আরো অনেকে।
নিউকলনি যুবসমাজের মোঃ টিপু সুলতানের সভাপতিত্বে ওরশ মোবারকে কাওয়ালী পরিবেশন করেন ঢাকা থেকে আগত ওয়াকার সাবরী মানজার কাওয়াল এবং সৈয়দপুর হতে আগত মুসতাক ওয়ারশী কওয়াল।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংবাদিক মোঃ হিরো খান।