কক্সবাজারের উখিয়া উপজেলায় পারিবারিক জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর তিন খুনের মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৬ এপ্রিল উখিয়ার কুতুপালং এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নৃশংসভাবে নিহত হন। এ ঘটনায় নিহতদের পরিবার উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করে, যার মামলা নম্বর ৭(৪)২৫, পেনাল কোডের একাধিক ধারায়।
হত্যাকাণ্ডের পর থেকে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছিল র্যাব। এরই ধারাবাহিকতায়, ২৫ এপ্রিল রাতে কক্সবাজার জেলার মরিচ্যা পাতাবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল। অভিযানে এজাহারভুক্ত ১নং আসামি আবুল ফজল বাবুল (৩৭) সহ মাহমুদুল হক (৩০) ও মো. রায়হান (১৯) নামের আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. রায়হানের পিতার নাম নাজির হোসাইন এবং মাতার নাম ছমুদা বেগম। তার স্থায়ী ঠিকানা কুতুপালং পশ্চিম পাড়া, ৯নং ওয়ার্ড, ৪নং রাজাপালং ইউনিয়নে।
গ্রেফতারকৃত তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।